শেষ আপডেট: 13th January 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: মেষ রাশির জাতক, জাতিকাদের জন্য ২০২৪ সাল সুখবরে ভরা। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি সরাসরি এই রাশিতে অধিষ্ঠিত হচ্ছেন। তাঁর নির্দেশে প্রচুর অর্থলাভের সম্ভাবনা। পারিবারিক দিক থেকেও এই বছরটি অত্যন্ত শুভ।
পেশা
গত বছরের না-পাওয়ার তালিকা এবারে পূর্ণ করে দিতে পারে আপনার ভাগ্যের অধিপতি। যেহেতু এবারে বছরের শুরু থেকেই প্রচুর অর্থাগমের সম্ভাবনা রয়েছে তাই পেশাগত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্য আসবে। নিজের প্রচেষ্টা জারি রাখলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। ব্যবসায়ীদের জন্যও বছরটি অত্যন্ত শুভ। বিশেষত লোহা, গাড়ি বা বিদ্যুতের সরঞ্জামের ব্যবসা। বিনিয়োগ বৃথা যাবে না। এমনকী যারা বিদেশে ব্যবসা করতে চান তাঁরাও সফল হবেন।
অর্থ
শুরুতেই বলা হয়েছে, দেবগুরু বৃহস্পতি সরাসরি অধিষ্ঠিত হচ্ছেন এই রাশিতে। ফলে বছরভরই অর্থাগম ঘটবে। শুধু আর্থিক বৃদ্ধি ঘটবে তাই নয়, মনের কাঙ্খিত ইচ্ছেও পূরণ হতে পারে নতুন বছরে। তবে ৩০ এপ্রিলের পর থেকে ভাগ্যের সমর্থন কিছুটা কমতে পারে। এক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ জরুরি। জরুরি কাজগুলি ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে সেরে ফেলুন।
পরিবার
পাবিবারিক দিক থেকেও এই বছরটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। পরিবারে সুখ শান্তি তো বজাই থাকবেই সঙ্গে নব দম্পতি যদি সন্তান নিতে চান, তাহলে তাঁদের জন্য নতুন বছরটি অত্যন্ত সম্ভবনাময়।
স্বাস্থ্য
প্রথম চার মাস স্বাস্থ্য মোটের উপর ভালই থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। তবে এপ্রিলের পর থেকে ত্বক ও পেটের সমস্যায় ভুগতে পারেন। সেজন্য ওই সময় থেকে শরীরের প্রতি বাড়তি যত্নবান হতে হবে।
প্রেম
অবিবাহিতদের নতুন বছরের এপ্রিলের মধ্যে বিবাহ যোগ রয়েছে। এছাড়াও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেও চার হাত এক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম কিংবা দাম্পত্য জীবন মোটের উপর ভালই কাটবে।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।