শেষ আপডেট: 13th January 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: উন্নতির প্রধান শর্ত হল নিজের স্বস্তিদায়ক অবস্থান, ইংরেজিতে যাকে বলে কমফোর্ট জোন-- সেখান থেকে বেরিয়ে এসে নতুন পথে হাঁটার উদ্যম। তুলা রাশির জাতক-জাতিকারা ২০২৪ সালে যদি সেই মানসিকতা দেখাতে পারেন তাহলে সাফল্য এবং লাভের সম্ভাবনা সর্বাধিক। ব্যবসায় লাভ তো হবেই, তার সঙ্গে সুফল দিতে পারে নতুন পরিকল্পনার বাস্তবায়ন।
পেশা
চাকরি প্রার্থীদের পক্ষে এই বছরটি শুভ। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। যদিও কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন আবশ্যক। বিরোধিতা আসতে পারে সহকর্মীদের থেকেই। এর ফলে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রেও বছরের মাঝামাঝি সময় বিশেষ শুভ নয়। যদিও শেষাবধি সমস্যা বা বাধা দীর্ঘস্থায়ী হবে না।
অর্থ
নতুন বছর আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ তুলা রাশির জাতক-জাতিকাদের। বাজে খরচ আটকাতে পারলে আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারেন। অন্যথায় বিপরীত অবস্থা প্রাপ্ত হবেন। অতএব অপ্রয়োজনীয় ব্যয় সম্পর্কে সাবধান হতে হবেই। সুচিন্তিত বিনিয়োগে লাভবান হবেন। চটজলদি লাভের আশায় ঝুঁকি না নিয়ে প্রতিষ্ঠিত ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা আছে।
পরিবার
যদি বিতর্কিত বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা যায়, এড়িয়ে চলা যায় মতবিরোধ তাহলে ২০২৪ সাল তুলা রাশির জাতক-জাতিকাদের পারিবারিক পরিবেশ মোটের ওপর শান্তিপূর্ণ থাকবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে পরিবারের সদস্যদের সহায়তায় উপকৃত হবেন। কর্মক্ষেত্রেও সহায়তা করতে পারেন পারিবারিক সদস্যরা।
স্বাস্থ্য
গ্রহ সন্নিবেশের কারণে শরীরে ছোটখাট সমস্যা লেগে থাকবে। বিশেষ করে পেটের সমস্যা বিব্রত করবে। সতর্কতা অবলম্বন জরুরি। স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে, বিশেষ করে নজর রাখতে হবে খাওয়াদাওয়ার প্রতি। জীবনযাপনে আনতে হবে ভারসাম্য।
প্রেম
প্রেমে ওঠা পড়া থাকে। কিন্তু আপনি যদি আপনার সম্পর্ককে হালকা ভাবে না নেন, তাহলেই পরিণতি পেতে পারে আপনার প্রেম। যাঁরা অবিবাহিত তাঁদের এ বছর চার হাত এক হওয়ার সম্ভাবনা প্রবল। সামগ্রিকভাবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের পক্ষে ২০২৪ অনুকূল।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।