শেষ আপডেট: 13th January 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: আবার একটা নতুন বছর। নতুন করে স্বপ্ন দেখা শুরু। সেইমতোই পরিকল্পনা। বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কিন্তু এবার নয়া মোড়। কারণ গ্রহের গতিবিধি আর দিক দু’দিকেই আসছে পরিবর্তন। কর্মজীবনে সাফল্য এলেও পারিবারিক জীবনে টানাপড়েনের পূর্বাভাস। পেশা, অর্থ, পরিবার, স্বাস্থ্য, প্রেম, সবমিলিয়ে কেমন যাবে ২০২৪?
পেশা
আপনি যদি বৃশ্চিকের জাতক হন, তাহলে এবার শনিদেবের পুরোপুরি কৃপা পাবেন। তাই চাকরি নিয়ে চিন্তার কোনও অবকাশ নেই। এ বছর পদোন্নতি হতে পারে। চাকরির পরিবর্তনও সাফল্য এনে দিতে পারে। গোটা বছর চাকরির জায়গায় বিরূপ পরিস্থিতির স্বীকার হওয়ার তেমন সম্ভাবনা নেই। কারণ শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না।
অর্থ
চাকরির জায়গায় শুভফল প্রভাবিত করবে অর্থযোগকেও। খরচ বাড়লেও চাকরি ক্ষেত্রে আর্থিক সুবিধাও মিলবে। তবে বিনিয়োগের ব্যাপারে সাবধান। কারণ ভুল বিনিয়োগে মানসিক চাপ বাড়তে পারে। কোনও জায়গা থেকে আকস্মিক অর্থলাভেরও যোগ আছে।
পরিবার
হাতে সময় কম। এই বিষয়টি পারিবারিক ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই মাথায় রেখে এগোনো দরকার। অকারণ কথা বাড়িয়ে পরিস্থিতি জটিল করা থেকে বিরত থাকুন। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের তিক্ততাও এড়িয়ে চলুন। বাবা-মার স্বাস্থ্যের যত্ন নেওয়া দরকার। বছরের শুরুটা নানা ঝামেলায় কাটলেও সময় যত গড়াবে, ততই পরিস্থিতি আপনারই অনুকূলে আসবে।
স্বাস্থ্য
বছরটা আপনার স্বাস্থ্যের পক্ষে তেমন শুভ নয়। তাই স্বাস্থ্যের প্রতি নজর দিন। সতর্ক থাকলে কিছু সমস্যা থেকে রেহাই মিলতে পারে। বছরের আগাগোড়াই স্বাস্থ্য ভোগাতে পারে। তাই সেটা মাথায় রেখেই পরিকল্পনা করুন।
প্রেম
ভালবাসার জন্য এ বছরটা তেমন শুভ নয়। নিঃসঙ্গতা আপনাকে ভোগাবে। জীবনসঙ্গীর সঙ্গে তর্কাতর্কি এড়িয়ে চলুন। সম্পর্কের বাঁধন মজবুত রাখতে বছরের শুরুতে কিছুটা আপোস করুন। তাহলে বছরের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি অনেকটাই আপনার পক্ষে থাকবে। বেঁচে যাবে সম্পর্কও।
(এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। )