শেষ আপডেট: 13th January 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: নিজের ভুল থেকেই শেখে মানুষ। সেই ব্যবহারিক শিক্ষা তো রয়েইছে, আক্ষরিক অর্থে পড়াশোনা যাকে বলে, তাতেও এবার শুভযোগ ধনুরাশির জাতকদের। ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা এই রাশির জাতক, আগাগোড়াই ভাল ফল পাবেন তাঁরা। এবার নজর ঘোরানো যাক পেশা, অর্থ, পরিবার-সহ অন্য দিকগুলিতেও।
পেশা
ছাত্রছাত্রীদের পাশাপাশি, যাঁরা বিভিন্ন পেশায় রয়েছেন, বছরটি তাদের পক্ষেও শুভ ফলদায়ক। পড়া ও চাকরি, দুটি ক্ষেত্রেই বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। আরও উন্নতির জন্য যাঁরা নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ভাবছেন, তাঁরাও শুভ ফল পাবেন।
অর্থ
অর্থযোগ মধ্যম। শেয়ার বাজারের সঙ্গে জড়িতদের ভাল সময়। ভাল ফল পাবেন মহিলা উদ্যোগপতিরা। বুদ্ধি ও পরিশ্রমের জোরে আসবে সাফল্য। ভাগ্য সহায় থাকায় অন্যদের ক্ষেত্রেও আয় ভালই হবে।
পরিবার
পরিবারের শান্তি বজায় রাখতে বাক সংযম দরকার। দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা পরিবারে অশান্তি ডেকে আনতে পারে। গৃহ শান্তি বজায় রাখতে পরিবারের সদস্যদের মন বুঝে চলা দরকার।
স্বাস্থ্য
বড় কোনও রোগভোগের সমস্যা নেই। তবে সুস্বাস্থ্যের জন্য খাদ্যাভ্যাসে বদল আনা জরুরি। শরীরচর্চাও দৈনন্দিন রুটিনে আনুন।
প্রেম
প্রেমিক-প্রেমিকাদের জন্য বছরটি শুভ। দাম্পত্য সম্পর্কও ভাল থাকবে। পরস্পরকে বুঝে চললে সম্পর্ক আরও মজবুত হবে।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।