শেষ আপডেট: 13th January 2024 16:43
দ্য ওয়াল ব্যুরো: খুব সামান্য কারণে রেগে যায়। আবার সে রাগ মিলিয়েও যায় দ্রুত। রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না। যে কোনও বিষয় খুব দ্রুত বুঝতে পারে। সেইসঙ্গে সিদ্ধান্ত নিতে পারে। অত্যন্ত স্বাধীনচেতা। আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও এদের জুড়ি নেই। এই রাশির জাতকদের চরিত্রের প্রধান দিক হল কর্মতৎপরতা ও উদ্যম। সাহসী, আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী। ২০২৪ সালটা বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ। জ্যোতিষ মতে, এই বছর এমন কিছু শুভ যোগ তৈরি হতে চলেছে যা কিছু রাশির জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে।
পেশা
চাকরিজীবীদের জন্য বছরটা ভালই কাটবে। কঠোর পরিশ্রম করলে ভাল ফল পাওয়া যাবে। কাজের ব্যাপারে সিরিয়াস থাকতে হবে। লক্ষ্যের প্রতি একনিষ্ঠ থাকুন। ভাল ফল পাবেনই। এপ্রিল মাস নাগাদ বৃহস্পতি সৌভাগ্য যোগ তৈরি করবে। ব্যবসা শুরু করার দারুণ সময়। নতুন কিছু করার জন্য এটি একটি দুর্দান্ত সময়। এপ্রিল নাগাদ কর্মক্ষেত্রে পদোন্নতির সুখবর পেতে পারেন। এতে আর্থিক স্বচ্ছলতা বেশ কয়েক গুণ বাড়বে। বিদেশযাত্রার যোগ আসতে পারে।
অর্থ
আর্থিক দিক থেকেও এই বছরটা বৃষরাশির জন্য শুভ। যদি অর্থ বিনিয়োগের পরিকল্পনা থাকে তাহলে তা করতে পারেন। তবে বেহিসেবি খরচ করবেন না। সঞ্চয়ের ব্য়াপারে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। শনিদেবের কৃপায় সাফল্য পাবেন, লাভবান হবেন।
পরিবার
বাবার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। বাবার পরামর্শে যে কোনও কাজই শুভ হবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্কও খুব ভাল থাকবে। পরিবারের সকলের প্রতি যত্ন নিন। বিশেষ করে বয়স্কদের স্বাস্থ্যের ব্যাপারে বেশি সচেতন থাকতে হবে।
স্বাস্থ্য
স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হন। বছরের শুরুতে স্বাস্থ্য তেমন ভাল না থাকলেও মধ্যভাগ থেকে স্বাস্থ্যের উন্নতি হবে।
প্রেম
বিবাহিতদের প্রেম জীবন এই সময় হয়ে উঠবে দারুণ রোম্যান্টিক। সঙ্গীর যত কাছাকাছি থাকবেন, ততই ভাল। সংসারের মধ্যে কোনও তৃতীয় ব্যক্তি সমস্যা তৈরির চেষ্টা করবে। কিন্তু সে সমস্যা আপনারা দুজনেই মিটিয়ে নিতে পারবেন।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।