শেষ আপডেট: 13th January 2024 17:21
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালটা কিন্তু ভাল-মন্দ মিশিয়ে কাটবে কন্যা রাশির জাতকদের। পেশা থেকে স্বাস্থ্য, পরিবার থেকে প্রেম— গ্রহের অবস্থানে সমস্ত কিছুতেই মিশ্র প্রভাব পড়বে। আগামী বছর কেমন কাটবে কন্যা রাশির, জেনে নেওয়া যাক।
পেশা
নতুন বছরে শনিদেবের কৃপায় কন্যা রাশির জাতকদের চাকরিতে উন্নতি হবে। কাজের প্রতি পূর্ণ মনোযোগ থাকলে তা আরও ভাল হবে। চাকরির ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ মিলবে এই রাশির। তবে বছরের মার্চ-এপ্রিল নাগাদ চাকরিতে কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে। তবে নিজেকে সতর্ক থেকে ষড়যন্ত্র এড়ানোর চেষ্টা করতে হবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের ব্যবসায় ওঠানামা দেখা দিতে পারে। বছরের শুরুর দিকে কোনও নতুন ব্যবসা শুরু করা উচিত হবে না। তবে এপ্রিল মাসের পর থেকে এই পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে।
অর্থ
আর্থিক দিক থেকে এবছর কন্যারাশির শুভাশুভ। কোনও বিনিয়োগের পথে না যাওয়াই শ্রেয়। বছরের মাঝামাঝি আর্থিক দিক থেকে জাতক-জাতিকারা কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। ফলে বছরের শুরু থেকেই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।
স্বাস্থ্য
কন্যা রাশির জাতকদের স্বাস্থ্য নতুন বছরে খুব একটা ভাল থাকবে না। যাঁরা আগে থেকেই কোনও রোগে ভুগছেন, তাঁদের আগামী বছরে নিজের স্বাস্থ্য নিয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। এপ্রিলের পর থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। সর্বোপরি মানসিক শান্তি বজায় থাকবে। যার ফলে ২০২৪ সালে এই রাশির জাতকরা শারীরিক ও মানসিক—দু’দিক দিয়েই সুস্থবোধ করবেন।
পরিবার
কন্যা রাশির জাতক-জাতিকাদের পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে। যে কোনও কাজে পরিবারের লোকেদের সাহায্য পাবেন। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর সঙ্গে কোনও বিষয়ে সমস্যা দেখা দিলেও তা নিজেদের চেষ্টায় মিটিয়ে ফেলতে পারেন। বছরের শুরুর তিন-চারটে মাস একটু সামলে নিলে বাকি বছর আর কোনও সমস্যা নেই। এমনকী নব-বিবাহিত যাঁরা, তাঁদের সন্তানলাভের যোগও রয়েছে।
প্রেম
কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের ২০২৪ সালে প্রেমজীবন মোটামুটি। আবেগের বশবর্তী হয়ে প্রেমিক/প্রেমিকার সঙ্গে বিবাদে জড়ালে সম্পর্কে ক্ষতি ডেকে আনতে পারেন। তাই সেবিষয়ে সাবধান থাকা প্রয়োজন। কোনও বিষয় মনের মধ্যে চেপে না রেখে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে খোলাখুলি কথা বলুন।
এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।