শেষ আপডেট: 13th January 2024 17:18
দ্য ওয়াল ব্যুরো: যিনি প্রবাদ-প্রবচনে বুকে কাঁপন ধরান সেই শনিদেব এবার সহায় সিংহ রাশির জাতক-জাতিকাদের। ফলে সিংহ রাশির স্ব-উদ্যোগীরা, যাঁরা ব্যবসার বিস্তৃতি ঘটাতে চান, তাঁদের পক্ষে এবছর অনুকূল। পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা প্রয়োজন। এই ক্ষেত্রে কিছু মানসিক অস্থিরতা আসতে পারে। সামগ্রিক ভাবে পারিবারিক অশান্তির সম্ভাবনা নেই। নিজের ছোটখাটো অসুস্থতাকে উপেক্ষা করা একেবারেই উচিত হবে না।
পেশা
কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই, এটাই ২০২৪ সালে সিংহ রাশির জাতক-জাতিকাদের মন্ত্র হওয়া উচিত। চাকরিতে অনিশ্চয়তা থাকলে কেটে যাবে, যাঁরা চাকরি পরিবর্তন করতে চাইছেন বা নতুন চাকরি খুঁজছেন তাঁদের সুযোগ আসবে বছরের শুরুর দিকেই।
অর্থ
কিছু কেনার আগে ভাবুন যা কিনছেন সেটার সত্যিই কোনও প্রয়োজন আছে কিনা। আয় বাড়বে ফলে খরচও, যদিও রাশ টানতে হবে। আর্থিক অবস্থা শুভ, কিন্তু ভারসাম্য বজায় রাখাটা জরুরি। ব্যবসায়ীদের লাভ বৃদ্ধির ইঙ্গিত। সবমিলিয়ে এবছর সিংহ রাশির অর্থ ক্ষেত্র শুভ।
পরিবার
পারিবারিক সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। অবসর ও ভ্রমণের যোগ আছে। অবিভাবক, বিশেষ করে বাবা-মা-র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে কিন্তু তাঁদের স্বাস্থ্য সম্পর্কে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
স্বাস্থ্য
স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। ছোটখাট সমস্যা ভেবে কোনও শারীরিক অস্বস্তিকে উপেক্ষা করবেন না। জ্বর, মাথাব্যথা, পেটের গোলমাল প্রায়শই বিব্রত করতে পারে। জিভের জন্য নয়, স্বাস্থ্যের দিকে তাকিয়ে খাদ্য তালিকা তৈরি করুন।
প্রেম
সাধারণত বলা হয় প্রেমের পথে বিছিয়ে থাকে অজস্র কাঁটা। আলোছায়ার খেলা চলতেই থাকে। ফলে সতর্ক থাকতে হয়। এবছর সিংহ রাশির জাতক-জাতিকাদের এ ব্যাপারে একটু বেশিই সতর্কতা প্রয়োজন। মাথা ঠান্ডা রাখা দরকার। ক্রোধ সংবরণ করুন। নিজের মতামত জোর করে প্রতিষ্ঠা করতে যাবেন না। স্ত্রীর সঙ্গে প্রণয় গভীর হবে বছরের মধ্যভাগ থেকে। শেষ চারমাস প্রেম আপনার জীবনে নিয়ে আসবে অনাস্বাদিত সুখ।
(এই রাশিফল একটি সাধারণীকৃত আলোচনা। প্রদত্ত পূর্বাভাসের কোনও গ্যারান্টি ‘দ্য ওয়াল’ দিচ্ছে না। নির্দিষ্টভাবে জানতে হলে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)